বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ https://bidaquickserv.org/
আসসালামু আলাইকুম,
সম্মানিত গ্রাহক সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ২৩-০৩-২২ইং তারিখ ১২ঃ০৫ ঘটিকায় ইফাদ ৩৩ কেভি ফিডারের ক্যাবল ফল্টের কারণে সাভার ৩৩কেভি ফিডারের ইন্সুলেটর ফেটে যাওয়ায় কবিরপুর গ্রীডের তিনটি পাওয়ার ট্রান্সফরমারের ৩৩কেভি বাস ট্রীপ করে ও সাভার ৩৩কেভি ফিডারের ব্রেকার এবং সিটি নষ্ট হয়েছে। গ্রীড পর্যবেক্ষণ করে পাওয়ার ট্রান্সফরমার তিনটি চালু করা হয়। বিকল্প সোর্সের মাধ্যমে সকল ৩৩কেভি ফিডার চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইতিমধ্যে ১৬টি ৩৩কেভি ফিডারের মধ্যে ১০টি ফিডার চালু করা হয়েছে। নষ্ট ৩৩কেভি ব্রেকার, ইফাদ ৩৩কেভি ফিডারের নষ্ট ক্যাবল এবং সাভার ৩৩কেভি ফিডারের নষ্ট ইন্সুলেটর পরিবর্তনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইনশাআল্লাহ দ্রুত বিকল্প সোর্সের মাধ্যমে সকল ফিডার চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস