Wellcome to National Portal
পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯

 নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ https://bidaquickserv.org/


প্রিপেইড মিটারের সুবিধা

উৎপাদিত বিদ্যুতের সদ্বব্যবহার ও অপচয় রোধ তথা স্বয়ংক্রিয় বিলিং সুবিধা সৃষ্টি করার জন্য গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রি-পেমেন্ট মিটার প্রবর্তন করেন। বর্তমানে প্রি-পেমেন্ট মিটারসমূহ আরো আধুনিকায়ন করে ২০২৫ সালের মধ্যে ২.০ কোটি প্রি-পেমেন্ট মিটার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভৌগলিক এলাকায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন/প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে।

 

প্রি-পেমেন্ট মিটারের সুবিধা (সরকার) : 

  • অগ্রিম রাজস্ব আদায়।
  • ওভারলোড নিয়ন্ত্রণ ।
  • পিক-লোড Fixing /Re-fixing সুবিধা।
  • অটো Connection / Disconnection সুবিধা।
  • পরিমিত বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করণ।
  • 100% সঠিক বিলিং।
  • বিলিং এর জন্য জনবল খরচ হ্রাস।
  • বিলিং ওভারহেড(কাগজ/কালি) হ্রাস।


প্রি-পেমেন্ট মিটারের সুবিধা (গ্রাহক) :

  • ১% রিবেট দেওয়া হচ্ছে।
  • আনুমানিক(ভূতুরে) বিল নাই।
  • ব্যবহৃত লোড মাফিক দৃশ্যমান বিদ্যুৎ খরচ।
  • অটো Connection / Disconnection সুবিধা।
  • দাপ্তরিক আনুষ্ঠানিকতা হ্রাস।
  • লো-ক্রেডিট এলার্ম সুবিধা।
  • এমার্জেন্সী ব্যালেন্স, ফ্রেন্ডলী আওয়ার সুবিধা বিদ্যমান।
  • সাপ্তাহিক ও সরকারী ছুটির সময় মিটার বন্ধ হয় না।
  • ভাড়াটিয়া কিংবা সরকারী আবাসনে বিলিং জটিলতা নিরসন।
  • বিল পরিশোধে সময় সাশ্রয়।